
SHOTO PORAJOY Lyrics (শত পরাজয়) Mosiur Rahman
SHOTO PORAJOY is a Bengali Islamic music. Mashiur Rahman has given voice in this song. The song was first released on YouTube on July 3, 2020.
Song: SHOTO PORAJOY
Singer: Mosiur Rahman
Lyrics: Salma Ahmed
Tune: Mosiur Rahman
Also Read: হাজার গানের মাঝে আমার এই গানের লিরিক্স
SHOTO PORAJOY Song Lyrics In Bengali :
শত পরাজয় মেনে নিতে হয়
জীবনের আয়োজনে,
তবুও মানুষ জীবনের সনে
দুরাশার জাল বুনে।
সুখের জীবন কাটাবে বলে
প্রতিদিন করে ফন্দি,
আসলে কি তাই মানুষ সবাই
ভাগ্যের হাতে বন্দি।
আকাশ গাঙে মেঘ জমেছে
ঝরবে অঝোর ধারা,
দুঃখ শোকে হবে না কেউ
কভু দিশেহারা।
চেষ্টার ফলে বদলানো যায়
জীবন পথের সন্ধি।
সুখের জীবন গড়তে মানুষ
আকুল পাগলপারা,
স্বপ্ন বুকে আনতে আলো
লক্ষ্য নিয়ে দাড়া।
দুঃখ—সুখে জীবন সাজুক
ভাগ্যাকাশে নন্দি।
Also Read: আমাদের কাফেলাতো একটা লিরিক্স
Also Read; তুমি আসমানে থাকো প্রভু লিরিক্স
Post a Comment