ADS

আমাদের কাফেলাতো একটা লিরিক্স ।। Nasheed: Amader Kafelato Ektai ।

 আমাদের কাফেলা তো একটাই ইসলামি গান:


ARTIST: NOWSHAD MAHFUZ

LYRIC & TUNE: ABDUS SALAM


[নওশাদ মাহফুজের নতুন গান]

আমাদের কাফেলাতো একটাই লিরিক্স :

আমাদের কাফেলা তো একটাই 

শহীদের খুনে গড়া সংগঠন

একটি দেশের মাঝে লাখো প্রাণের বাস 

 কেন সেই প্রাণে আজ  বিভেদ ভাঙ্গন



এদের দেহের বুক চিরে তোমরা

পাষানের মত কেন চলে যাও

 তোমাদের কাছেই তো শিখেছি

 এসবের সুরে কথা কয়


 মান অভিমান নিয়ে

এত পথ পাড়ি দিয়ে

কেন একতার কাবায় জ্বালাও আগুন

বাদানুবাদ ভুলে এসো ফিরে দ্বীনি ভাই


শহীদের রেখে যাওয়া স্বপ্নগুলো সাজায়

তিক্ততা দূরে ঠেলে মুক্তির  এ মিছিলে

প্রথম শপথের সেই গান গাই

সেই গান গাই ।

 

শান্তির এই গৃহ  ভাঙতে 

তোমাদের মন কেন কাঁদে না

চলতে মুক্তির প্রিয় পথে চলতে

মুছে ফেলো বুক ভরা বেদনা ।


না পাওয়ার ব্যথা 

আশাহত কত কথা

অনুরোধ সব ভুলে  আগাও দ্বিগুণ ।।


 [bangla song lyrics]

আমাদের কাফেলা তো একটাই লিরিক্স 

[Bangla Islamic songs lyrics]

Bangla islamic gojol lyrics

[Saimum Shilpigosthi]


Post a Comment

Previous Post Next Post