তুমি আসমানে থাকো প্রভু লিরিক্স | Tumi asmane thako provhu ami - Obydullah Tarek Lyrics
| Singer | Obydullah Tarek |
| Music | Mahmud Faysal |
| Song Writer | Mahmud Faysal |
তুমি আসমানে থাক প্রভু
আমি জমিনে
তবু তোমারি প্রেম জমে
হৃদয় গহিনে ।২
আমি তোমারি গোলাম ওগো
অন্য কারো না ।২
আলিমুল গায়েব তুমি
মালিক রব্বানা
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ ।২
তোমারি রহম ছাড়া
বাঁচা বড় দায়,
প্রতি দিনে,প্রতি ক্ষনে,
জড়িয়ে রাখো গো আমায় ।
কত শত ভুল মাফ করে দাও ।২
জানা কি অজানা ।
আমি তোমারি গোলাম ওগো
অন্য কারো না ।২
আলিমুল গায়েব তুমি
মালিক রব্বানা ।
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ ।২
কঠিন বিচারের দিনে
থেকো গো পাশে,
পাপের ভারে নুয়ে গেছি
মন তাই কেঁদে মরে ।২
জান্নাতি ফুল দিয়েগো আমায়
আগুনে ফেলে দিয়োনা ।
আমি তোমারি গোলাম ওগো
অন্য কারো না ।২
আলিমুল গায়েব তুমি
মালিক রব্বানা ।
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ ।
Post a Comment