ADS

হাজার গানের মাঝে আমার এই গানের লিরিক্স ।

 * গান: হাজার গানের মাঝে আমার এই গান

* শিল্পী: মশিউর রহমান

*এ্যালবাম: পাতা ঝরা মৌসুম

* পরিবেশনা: স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

........................................................................

* Song: Hazar Ganer Majhe Amar Ei Gaan

* Singer: Moshiur Rahman

* Label: Spondon Audio Visual Centre

-------------------------------------

******** লিরিক্স ********



হাজার গানের মাঝে আমার এই গান

হয়তো কারো মনে রবে না

হাজার সুরের মাঝে আমার এই সুর

হয়তো হৃদয়ে কারো ঠাঁই হবে না

হয়তো কারো মনে রবে না


সুরে সুরে বলে যাই থাকবে না কিছুই

ধ্বংস হবে এ বিশ্ব

ঈমান আমল নিয়ে যেতে হবে বন্ধু

না হই যেন কভু নিঃস্ব

নবীজী দেখানো পথে চলে

মঞ্জিলে যেতে হবে দুঃখ রবে না


হাজার গানের মাঝে আমার এই গান

হয়তো কারো মনে রবে না

হাজার সুরের মাঝে আমার এই সুর

হয়তো হৃদয়ে কারো ঠাঁই হবে না

হয়তো কারো মনে রবে না


দুনিয়ার বাহাদুরী মিছে এই বালুচর

মরিচিকা সব স্বপ্ন

খোদারই করুণায় ভরতে এই জীবন

থাকতে হবে সদা মগ্ন

আমার এই গানে গানে শুধু বলে যাই

আল্লাহর পথ ছাড়া শান্তি মিলে না


হাজার গানের মাঝে আমার এই গান

হয়তো কারো মনে রবে না

হাজার সুরের মাঝে আমার এই সুর

হয়তো হৃদয়ে কারো ঠাঁই হবে না

হয়তো কারো মনে রবে না

Post a Comment

Previous Post Next Post