ADS

LEJ KATA EK CHOR গানের লিরিক্স ।

Song: LEJ KATA EK CHOR

Singer: Mosiur Rahman

Lyrics: Mohammad Joynal Abedin Pathan

Lyrics:

নেতার মাথায় ছাতা ধরে-গেলাম বহু দূর

শেষে দেখি নেতা আমার মস্ত বড় চোর 

আরে দূর-দূর-দূর-

লেজ কাটা এক চোর


ভাবখানা তাঁর দেশ-দরদী আসলে শয়তান

লুটে পুটে খেয়ে নিজে অপরকে ধমকান

আমায় ডাকে আয়রে আয়-

কপাল খুলবে তোর


নেতা বলে আয়রে আয়

কপাল খুলবে তোর

আর আমি বলি,

জাহান্নামে পুড়বো না

তোর পিছনে ঘুরবো না

চোরের পিছে আমি কোনো

করবো রে ঘুর-ঘুর-


ছল-ছাতুরী করে তিনি সাধু সেজে যান 

চোর হলেও দলে দেখি তাঁর বেশি সম্মান

আম জনতা ধরলে কিন্তু-

করবে চানাচুর


Post a Comment

Previous Post Next Post