ADS

কিভাবে তারে বল ঈমান বলি গানের লিরিক্স ।।

Song:  কিভাবে তারে বল ঈমান বলি 

কথা ও সুর = আব্দুস সালাম       

শিল্পী-  মশিউর রহমান


Lyric & Tune: Abdus Salam


যে ঈমান প্রয়োজনে জলে উঠে না

যে ঈমান সত্য ন্যায়ের বলে না

যে ঈমান অন্তরে নাই 

যে ঈমান অন্তরে নাই  

মুখে ফোটায় কথার কলি 

কিভাবে তারে বলো ঈমান বলি II


যে ঈমান দিন কায়েমের অন্দোলনের ধারধারে না 

যে ঈমান লেবাস ধারি কোরান হাদিস তাও পড়ে না 

যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় 

যে ঈমান শিরকিযাতের আমল করে ভীত ও না হয় 

যে ঈমান বাস্তবে নাই 

কথার ছলে ফাঁকা বুলি 

কি ভাবে তারে বলো ঈমান বলি II


যে ঈমান, ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে 

যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে  

যে ঈমান মসজীদে রয় খায়দায় আনন্দ করে 

যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে 

যে ঈমান ময়দানে নয়

মঞ্চে ফোটায় কথার কলি 

কি  ভাবে তারে বলো ঈমান বলি ।। 

Post a Comment

Previous Post Next Post