ADS

এলো কে কাবার ধারে আঁধার চিরে লিরিক্স

এলো কে কাবার ধারে আঁধার চিরে লিরিক্স । - Mosiur Rahman & Others Lyrics

Singer Mosiur Rahman & Others
Singer Golam Rabby Talha
Music Motiur Rahman Mollik
Song Writer Motiur Rahman Mollik

                                   এলো কে কাবার ধারে

আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার
কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে।

মুতালিব আজকে কেন
বেঁহুশ হেন
বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে
হাত বুলাতে
কার এ আগমন
সাহারার হৃদয় ভরা
ঝর্ণাধারা
বইলো নাকিরে।।

বাগিচায় ছন্দ বিলায়
বুলবুলি হায়!
আজ সে দেওয়ানা
চুমু খায় প্রেমের ভাষায়
গভীর নেশায়
পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে
খুশবু ঝরে
রয়না বাকীরে।।

আকাশে ভোরের রবি
মুগ্ধ কবি
আবেগ ছল ছল
বাতাসে ছন্দ অতুল
গন্ধ বকুল
সোহাগ তলমল
সাগরের উর্মিলালায়
দদুল দোলায়
কার এ রাখী রে।।

বেদুইন থমকে দাঁড়ায়
দৃষ্টি ছড়ায়
নিবিড় আনন্দে
ছেওয়ারীর লাগাম টানে
কাবার পানে
জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে
কার পরশে
খুললো আঁখিরে।।

মানাতের শেষ হলো দিন
আজকে বিলীন
ঘোর আঁধারের যুগ
কাবাগর দীপ্ত আবার
আলোয় হেরার
সমাপ্ত দুর্ভোগ
কলেমার শহদ বিলায়
আঁধার পাড়ায়
এ কোন সাকীরে।।

ইরানের নিভলো আগুন
জ্বললো দ্বিগুন
তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায়
গড়লো সেথায়
বেহেস্তী গুলশান
আজাজীল আজ হতবাক
এ কোন বিপাক
আসলো হাঁকিরে।।

আমিও সেই সে নবীর
দীপ্ত রবির
আশিম দেওয়ানা
রাহে তার যা কিছু সব
বেলা হিসাব
দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই
যাই চলে যাই
স্বপ্ন আঁকিরে।।

Also Visit :

আমাদের কাফেলাতো একটা লিরিক্স ।

Post a Comment

Previous Post Next Post