ADS

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় গানের লিরিক্স ।।

   গানের নাম : বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়

Song: Lal Sobujer Joy 

Lyrics: Bilal Hossain Nuri

Tune & Music: Mahfuz Billah Shahi   

Director: H AL HADI


[সসাস শিল্পী গোষ্ঠী

[দেশের গান]

tor: H AL HA


বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় গানের লিরিক্স :

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়,

এ বিজয়) তোমার আমার—

বর্ণচোরা অন্য কারো নয়॥


দুখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে

বললো হেসে হেসে:

স্বপ্ন দেখো, স্বপ্ন বোনো, কিসের ভাবনা-ভয়;

এ বিজয়) তোমার আমার—

স্বার্থলোভী বন্য কারো নয়॥

.

বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ-নদী

এ নদী) জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি!

.

শিকলভাঙা শ্বেতকবুতর স্বাধীন আকাশ জুড়ে

বললো উড়ে উড়ে:

দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয়;

এ বিজয়) তোমার আমার—

ভীনদেশীদের পণ্য কারো নয়॥


[Bangla islamic gojol lyrics]


[bangla song lyrics]

[Bangla Islamic songs lyrics]


Watch on youtube :




Post a Comment

Previous Post Next Post