ADS

কত দূরে তুমি আর কত দূর গানের লিরিক্স ।

* গান: কত দূরে তুমি আর কত দূর

* শিল্পী: মশিউর রহমান

*এ্যালবাম: পাতা ঝরা মৌসুম

* পরিবেশনা: স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

........................................................................

* Song: Koto Dure tumi Ar Koto Dure

* Singer: Moshiur Rahman

* Label: Spondon Audio Visual Centre

-------------------------------------

******** লিরিক্স ********


কত দূরে তুমি আর কত দূর

জানতে চাহে মন

তোমার রহম তোমার করম

আমার প্রয়োজন

আল্লাহরে আল্লাহরে

ছড়িয়ে আছে জানি তোমার রহম সকল দিকে

লুকিয়ে আছে কেন এত কষ্ট আমার বুকে

তুমি কি দেখনা সহিতে পারিনা

তোমাকে ছাড়া আমার শূন্য ভুবন

আমাকে নাও না তুমি তোমার প্রিয় বান্দা করে

অথবা কি লাভ আছে এই জগতে বেঁচে মরে

এতসব যন্ত্রণা কেউ তো দেখেনা

কান্ডারি হয়ে কর ওপারের আয়োজন

Post a Comment

Previous Post Next Post