Song: JEGE OTHO
Singer: Mosiur Rahman
Lyric: Md. Rahmat Ullah
Tune: Mosiur Rahman
Record Label: Margin Rhythm Studio
Song lyrics (Bangla) :
জেগে ওঠো বিপ্লবী আলী হায়দার
বাতিলের মসনদ করো চুরমার
তোলো তোলো তাকবীর
জামানার তিতুমীর
মুছে দাও দুনিয়ার যতো পাপাচার
আল্লাহু আল্লাহু আকবার
আল্লাহু আল্লাহু আকবার
বখতিয়ারের ঘোড়া দাও ছেড়ে দাও
ঈমানের তেজি খুনে আগুন জ্বালাও
আর নয় মিছে ভয়
সত্যের-ই হবে জয়
ওমরের মতো সেই দাও হুংকার
একতার মিছিলে হও রে- সামিল
ভুলে যাও মান অভিমান
আজাদি করো এই বিশ্ব নিখিল
মুছে দাও পাপের বিধান
মিছে ঘুমে আর নয় দাসের জীবন
কলিজার খুন দিয়ে তোলো জাগরণ
চলো- চলো মুজাহিদ
বিজয়ের গেয়ে গীত
বদরের প্রান্তরে উড়াও নিশান
Post a Comment