ADS

বাংলাদেশের রুপ গানের লিরিক্স ।।

বাংলাদেশের রুপ গানের লিরিক্স ।।


Lyric&Tune: Abdullah Al Kafi

Film Director, Edit&color: Alam Morshed

Record Level: Hall Of Symphony

Director : Harunur Rashid

বাংলাদেশের রুপ গানের লিরিক্স 



বাংলাদশেরে রূপ যে ভাসে

আমার দু-চোখে

এই বাংলাতে গাই গান

বাংলা আমার প্রাণ

আছে হৃদয়ে মিশে।।


ভোরের রবি ওঠে যখন

পূব আকাশরে কোলে

পাখ-পাখালির কলরবে

হৃদয়ে ওঠে দুলে

এই মাটির মৌ মৌ ঘ্রাণ

নদীর কলতান

আছে হৃদয়ে মিশে।।


আল্লাহ তালার রহম ঘেরা

সোনার বাংলাদশে

সবুজ ভরা এই প্রকৃতি

নেই যে রূপরে শেষ

এই শান্ত সবুজ গ্রাম

পাখির কুহুতান

আছে হৃদয়ে মিশে।।

Post a Comment

Previous Post Next Post